শুদ্ধ বানান ( এইচ এস সি )
HSC পরীক্ষায় আসার মত গুরুত্বপূর্ণ কিছু শব্দের শুদ্ধ বানান দেয়া হল.
১. যে শব্দ গুলোর ক্ষেত্রে আমরা ব-ফলা লিখতে প্রায়ই ভুলে যাই-
সান্ত্বনা উচ্ছ্বাস উজ্জ্বল
২. ই-কারান্ত উপসর্গের পরে ষ হবে
পরিষ্কার বহিষ্কার আবিষ্কার
৩. অ - কারান্ত উপসর্গের পরে স হবে
পুরস্কার তিরস্কার নমস্কার
৪. ইঈই-কার যোগে গঠিত শব্দ
পিপীলিকা বিভীষিকা
৫. 'সাথে' বা 'একই' অর্থ বোঝালে স ব্যবহৃত হয়
সস্ত্রীক সজল সহোদর সশ্রদ্ধ
৬. 'নিজের' অর্থ বোঝালে স্ব ব্যবহৃত হয়
স্বনামখ্যাত স্বদেশ স্বভূমি স্বাধিকার স্বাধীন
৭. উঊউ-কার যোগে গঠিত শব্দ
মুমূর্ষু
৮. উঊ-কার যোগে গঠিত শব্দ
মুহূর্ত শুশ্রূষা
৯. নিচের শব্দগুলো একা লিখলে ী -কার' হবে কিন্তু ঐ শব্দের পরে কোন বিভক্তি / প্রত্যয়
লিখলে ি - কার হবে
প্রাণী - প্রাণিজগৎ প্রাণী - প্রাণিবিদ্যা মন্ত্রী - মন্ত্রিবর্গ
সূচী - সূচিপত্র মন্ত্রী - মন্ত্রিপরিষদ যন্ত্রী - যন্ত্রিদল
১০. স্ত - যুক্ত শব্দ
ক্ষতিগ্রস্ত পদগ্রস্ত দুর্নীতিগ্রস্ত
১১. স্থ - যুক্ত শব্দ। 'স্থ' মানে - থাকা বা অবস্থা।
গৃহস্থ মুখস্থ দ্বারস্থ আত্মস্থ সুস্থ দুস্থ
১২. নিচের শব্দগুলোতে সম হবে না, সং হবে (সন্ধির নিয়মে)
সংবর্ধনা সংবলিত সংবাদ
১৩. বিদেশি শব্দের বানানে ষ্ট হবে না, স্ট হবে
পোস্ট পেস্ট পোস্টার মাস্টার ইনস্টিটিউট টেস্ট লিস্ট ইত্যাদি ।
১৪. অঞ্জলি বানানে সবসময় ি - কার হবে
গীতাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি পুষ্পাঞ্জলি
১৫. তা / ত্ব যোগ হলে শব্দের শেষের ী - কার হবে ি - কার
প্রতিযোগী - প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বী - প্রতিদ্বন্দ্বিতা সহযোগী -সহযোগিতা
মন্ত্রী - মন্ত্রিত্ব সহমর্মী - সহমর্মিতা
১৬. পেশা অর্থে 'জীবী' ঈঈ- কারে হবে
আইনজীবী বুদ্ধিজীবী মৎস্যজীবী কৃষিজীবী
১৭. ঋ, ঋ-কার, র, র-ফলা, রেফ, ষ , ক্ষ - এদের পরে ণ হবে ( তৎসম শব্দের ক্ষেত্রে )
ঋণ তৃণ স্মরণ ব্যাকরণ প্রণয়ন ভাষণ তোষণ ক্ষণ
বরিষণ ভক্ষণ লক্ষণ
১৮. য- ফলার পরে আকার হবে না
অত্যধিক অত্যন্ত অধ্যয়ন ব্যয় অধ্যবসায় ব্যতীত ব্যবস্থা
দুরবস্থা
১৯. ঈই - কার যোগে গঠিত শব্দ
শারীরিক মরীচিকা
২০. ইঈ - কার যোগে গঠিত শব্দ
গৃহিনী মালিনী বাঘিনী
২১. র এর পরে ' হ্ন ' হবে, র না থাকলে ' হ্ন ' হবে
অপরাহ্ন প্রাহ্ন পূর্বাহ্ন । চিহ্ন নিশ্চিহ্ন আহ্নিক সায়াহ্ন জাহ্নবী মধ্যাহ্ন
২২. নিচের শব্দগুলোর মাঝে বিসর্গ ( : ) হবে
মনঃপুত মনঃকষ্ট প্রায়ঃশ্চিত্ত স্বতঃস্ফূর্ত স্বতঃসিদ্ধ শিরঃপীড়া
২৩. বিশেষ ব্যক্তিত্বের নামের বানান
পাণিনি কৃত্তিবাস দধীচি বাল্মীকি
২৪. ণ-ত্ব বিধান অনুযায়ী ( কোন নিয়ম ছাড়া শুদ্ধ )
লবণ বাণিজ্য বীণা কণিকা মাণিক্য মণ বেণু
২৫. শেষে ্য-ফলা হবে
দারিদ্র্য বৈশিষ্ট্য বৈচিত্র্য
২৬. কিছু বিশেষ শব্দ-
সমীচীন নিশীথিনী সাক্ষরতা শস্য সুপারিশ অতিথি শিকার (পাখি) স্বীকার (ভুল) সন্ন্যাসী ভুবন স্নেহাশিস সমীরণ দরিদ্রতা / দারিদ্র্য দীনতা / দৈন্য সুষ্ঠু সৌজন্য ইতোমধ্যে ইতঃপূর্বে আকাঙক্ষা কৌতূহল কার্য কার্যালয় ঐকতান শ্বশুর শাশুড়ি
HSC পরীক্ষায় আসার মত গুরুত্বপূর্ণ কিছু শব্দের শুদ্ধ বানান দেয়া হল.
১. যে শব্দ গুলোর ক্ষেত্রে আমরা ব-ফলা লিখতে প্রায়ই ভুলে যাই-
সান্ত্বনা উচ্ছ্বাস উজ্জ্বল
২. ই-কারান্ত উপসর্গের পরে ষ হবে
পরিষ্কার বহিষ্কার আবিষ্কার
৩. অ - কারান্ত উপসর্গের পরে স হবে
পুরস্কার তিরস্কার নমস্কার
৪. ইঈই-কার যোগে গঠিত শব্দ
পিপীলিকা বিভীষিকা
৫. 'সাথে' বা 'একই' অর্থ বোঝালে স ব্যবহৃত হয়
সস্ত্রীক সজল সহোদর সশ্রদ্ধ
৬. 'নিজের' অর্থ বোঝালে স্ব ব্যবহৃত হয়
স্বনামখ্যাত স্বদেশ স্বভূমি স্বাধিকার স্বাধীন
৭. উঊউ-কার যোগে গঠিত শব্দ
মুমূর্ষু
৮. উঊ-কার যোগে গঠিত শব্দ
মুহূর্ত শুশ্রূষা
৯. নিচের শব্দগুলো একা লিখলে ী -কার' হবে কিন্তু ঐ শব্দের পরে কোন বিভক্তি / প্রত্যয়
লিখলে ি - কার হবে
প্রাণী - প্রাণিজগৎ প্রাণী - প্রাণিবিদ্যা মন্ত্রী - মন্ত্রিবর্গ
সূচী - সূচিপত্র মন্ত্রী - মন্ত্রিপরিষদ যন্ত্রী - যন্ত্রিদল
১০. স্ত - যুক্ত শব্দ
ক্ষতিগ্রস্ত পদগ্রস্ত দুর্নীতিগ্রস্ত
১১. স্থ - যুক্ত শব্দ। 'স্থ' মানে - থাকা বা অবস্থা।
গৃহস্থ মুখস্থ দ্বারস্থ আত্মস্থ সুস্থ দুস্থ
১২. নিচের শব্দগুলোতে সম হবে না, সং হবে (সন্ধির নিয়মে)
সংবর্ধনা সংবলিত সংবাদ
১৩. বিদেশি শব্দের বানানে ষ্ট হবে না, স্ট হবে
পোস্ট পেস্ট পোস্টার মাস্টার ইনস্টিটিউট টেস্ট লিস্ট ইত্যাদি ।
১৪. অঞ্জলি বানানে সবসময় ি - কার হবে
গীতাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি পুষ্পাঞ্জলি
১৫. তা / ত্ব যোগ হলে শব্দের শেষের ী - কার হবে ি - কার
প্রতিযোগী - প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বী - প্রতিদ্বন্দ্বিতা সহযোগী -সহযোগিতা
মন্ত্রী - মন্ত্রিত্ব সহমর্মী - সহমর্মিতা
১৬. পেশা অর্থে 'জীবী' ঈঈ- কারে হবে
আইনজীবী বুদ্ধিজীবী মৎস্যজীবী কৃষিজীবী
১৭. ঋ, ঋ-কার, র, র-ফলা, রেফ, ষ , ক্ষ - এদের পরে ণ হবে ( তৎসম শব্দের ক্ষেত্রে )
ঋণ তৃণ স্মরণ ব্যাকরণ প্রণয়ন ভাষণ তোষণ ক্ষণ
বরিষণ ভক্ষণ লক্ষণ
১৮. য- ফলার পরে আকার হবে না
অত্যধিক অত্যন্ত অধ্যয়ন ব্যয় অধ্যবসায় ব্যতীত ব্যবস্থা
দুরবস্থা
১৯. ঈই - কার যোগে গঠিত শব্দ
শারীরিক মরীচিকা
২০. ইঈ - কার যোগে গঠিত শব্দ
গৃহিনী মালিনী বাঘিনী
২১. র এর পরে ' হ্ন ' হবে, র না থাকলে ' হ্ন ' হবে
অপরাহ্ন প্রাহ্ন পূর্বাহ্ন । চিহ্ন নিশ্চিহ্ন আহ্নিক সায়াহ্ন জাহ্নবী মধ্যাহ্ন
২২. নিচের শব্দগুলোর মাঝে বিসর্গ ( : ) হবে
মনঃপুত মনঃকষ্ট প্রায়ঃশ্চিত্ত স্বতঃস্ফূর্ত স্বতঃসিদ্ধ শিরঃপীড়া
২৩. বিশেষ ব্যক্তিত্বের নামের বানান
পাণিনি কৃত্তিবাস দধীচি বাল্মীকি
২৪. ণ-ত্ব বিধান অনুযায়ী ( কোন নিয়ম ছাড়া শুদ্ধ )
লবণ বাণিজ্য বীণা কণিকা মাণিক্য মণ বেণু
২৫. শেষে ্য-ফলা হবে
দারিদ্র্য বৈশিষ্ট্য বৈচিত্র্য
২৬. কিছু বিশেষ শব্দ-
সমীচীন নিশীথিনী সাক্ষরতা শস্য সুপারিশ অতিথি শিকার (পাখি) স্বীকার (ভুল) সন্ন্যাসী ভুবন স্নেহাশিস সমীরণ দরিদ্রতা / দারিদ্র্য দীনতা / দৈন্য সুষ্ঠু সৌজন্য ইতোমধ্যে ইতঃপূর্বে আকাঙক্ষা কৌতূহল কার্য কার্যালয় ঐকতান শ্বশুর শাশুড়ি
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন