নভেম্বর ০৮, ২০১৩

সহকারী শিক্ষক (প্রাক প্রাথমিক ) নিয়োগ পরীক্ষা -২০১৩ এর সমাধান



সহকারী শিক্ষক (প্রাক প্রাথমিক ) নিয়োগ পরীক্ষা -২০১৩ এর সমাধান
বাংলা ও ইংরেজি ব্যাকরণ অংশ




                                হোয়াংহো   সেট নং  - ১

১. ইউসুফ জোলায়খা- কাব্য কে লেখেন     
উত্তর  খ) শাহ মুহম্মদ সগীর
২.কোথায় স্বর্গ ? কোথায় নরক / পংক্তিটির রচয়িতা কে ?
উত্তর  ক) শেখ ফজলুল করিম 
৩. কোণ নাটকটি সেলিম আল দীনের ?
উত্তর  ঘ) মুনতাসির ফ্যান্টাসী
৪. প্রভাত সূর্যের সমার্থক শব্দ
উত্তর  গ) অরুণ
৫.হরণ শব্দের বিপরীত
উত্তর  খ) পূরণ
৬.বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে ?
উত্তর  গ) নাম পদের
৭.  অধিকরণ কারকের উদাহরণ
উত্তর  ক) তিলে তৈল আছে
৮. তিনি ব্যাকরণে পণ্ডিত কোণ কারকে কোণ বিভক্তি ?
উত্তর  ঘ)  অধিকরণে ৭মী
৯. কোনটি শুদ্ধ বানান ?
উত্তর  খ)  MISSIONARY   
১০. কোনটি শুদ্ধ বানান ?
উত্তর  ক) CATASTROPHE
১১.   কোনটি শুদ্ধ বানান ?
উত্তর  ঘ) HETEROGENEOUS
১২. Still waters run deep – এখানে Still শব্দটি
উত্তর  ঘ) Adverb
১৩. He kept the fast for a week. - এখানে fast শব্দটি
উত্তর  ঘ) Noun

১৪. নিচের কোন বাক্যটি শুদ্ধ ?  
উত্তর  খ) I should take leave of you.
১৫. নিচের কোন বাক্যটি শুদ্ধ ? 
উত্তর  ঘ) He always speaks the truth.
১৬.  Glass is made -------- bottles.বাক্যের শূন্যস্থানে হবে
উত্তর  খ)  of
১৭. Student should be attentive ----- their lesson.
উত্তর  গ) to
১৮. His words conform ----- his work .
উত্তর  ঘ) to
১৯. He was convinced ---  my honesty.
উত্তর  খ) of
২০. The girl is expert ------ drawing.
উত্তর  ক) in
৩৩. কোন বানানটি শুদ্ধ ?  
উত্তর  ঘ) উন্মীলন
৩৪. কোন বানানটি শুদ্ধ ?
উত্তর  ক) রূপায়ন  
৩৫. জিনি অধিক কথা বলেন না এক কথায় কী হবে ?
উত্তর  গ) মিতভাষী  
৩৬. সাপের খোলস বাক্য সংকোচন কী হবে ?
উত্তর  ক) নির্মোক  
৩৭. সৌভাগ্যের বিষয় এর বাগধারা
উত্তর  খ) একাদশে বৃহস্পতি
৩৮. নীলাকাশ কোন সমাস ?
উত্তর  ক) কর্মধারয়  
৩৯. বিষবৃক্ষ - কোন সমাস ?
উত্তর  ক) তৎপুরুষ  
৪০. শতাব্দী - কোন সমাস ?
উত্তর  ঘ) দ্বিগু
৪১. স্বাগত সন্ধি বিচ্ছেদ কোনটি ?
উত্তর  গ) সু + আগত  
৪২. বিচ্ছেদ- সন্ধি বিচ্ছেদ কোনটি ?
উত্তর খ) বি + ছেদ  
৪৩. উন্নত -সন্ধি বিচ্ছেদ কোনটি ?
উত্তর  ক) উৎ + নত
৪৪.  বৃষ্টি - সন্ধি বিচ্ছেদ কোনটি ?
উত্তর  ঘ) বৃষ + তি
৪৫. Let him sing a song-বাক্যটির সঠিক voice কোনটি ?  
উত্তর খ) Let a song be sung by him.
৪৬. who will help you? - বাক্যটির সঠিক  voice কোনটি ?
উত্তর  ক) By whom will you be helped ?
৪৭. Do you know him ? বাক্যটির সঠিক voice  কোনটি ?
উত্তর  খ) Is he known to you ? 
৪৮. He said to me,`May you have health,” - বাক্যটির সঠিক  indirect speech  কোনটি ?
উত্তর  ক) He wished me that I might have wealth.
৪৯.You said to me,`You do not do your duty” - বাক্যটির সঠিক  indirect speechকোনটি ?
উত্তর  ঘ) You told me that I did not do my duty .
৫০. Brief –এর সমার্থক শব্দ
উত্তর  গ) Short
৫১. Latent – এর সমার্থক শব্দ
উত্তর  ক) Concealed




0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন