ভুল বাক্য সঠিক উত্তর
১. অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার । প্রতি ঘরে/ ঘরে ঘরে
২. অতিশয় দুঃখিত হলাম। অত্যন্ত
৩. অধ্যায়নই ছাত্রদের তপস্যা। অধ্যয়নই
৪. সাবধানপূর্বক রাস্তা
পার হও। সাবধানে
৫. অতি লোভে তাতী নষ্ট।
তাঁত / তাঁতি
৬. আমি সন্তোষ হলাম। সন্তুষ্ট
৭. আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করিয়াছি। চাক্ষুষ দেখিয়াছি / প্রত্যক্ষ করিয়াছি
৮. বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে। বিদ্বানকে
৯. তিনি আরোগ্য হবেন।
আরোগ্য লাভ করবেন
১০.সমস্ত
ছাত্ররা ক্লাসে উপস্থিত। সমস্ত
ছাত্র / ছাত্ররা
১১.রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য । উৎকর্ষ / উৎকৃষ্টতা
১২. মেয়েটি বিদ্যান। বিদুষী
১৩. তাহারা বাড়ি যাচ্ছে। তারা
১৪. মাদকাশক্তি বিপদজনক। মাদকাসক্তি
১৫. বাংলাদেশ উন্নতিশীল দেশ। উন্নয়নশীল
১৬. অন্যায়ের ফল দুর্নিবার্য।
অনিবার্য
১৭. সে অপমান হয়েছে। অপমানিত
১৮. তুমি বিস্তারিতভাবে বল। বিস্তারিত
১৯. সূর্য পূর্বদিকে উদয় হয়্ ।
উদিত
২০. নদীর জল হ্রাস হয়েছে। পেয়েছে
২১. তুমি গিতাঞ্জলী পড়েছ ?
গীতাঞ্জলি
২২. আমার কলমের আবশ্যক নেই। আবশ্যকতা
২৩.বিয়ের খরচে কার্পণ্যতা করোনা। কার্পণ্য / কৃপণতা
২৪. পরবর্তীতে আপনি দেখা করবেন। পরবর্তী সময়ে
২৫. একটি গোপন কথা বলি। গোপনীয়
২৬. সে সাক্ষী
দেবে। সাক্ষ্য
২৭.সকল সভ্যগণ আসিবেন। সভ্যগণ / সকল সভ্য
২৮. তিনি স্বস্ত্রীক বিদেশ গেছেন। সস্ত্রীক
২৯. মাতাহীন শিশুর কী দুঃখ। মাতৃহীন
৩০. চোরে চোরে মামাতো ভাই। মাসতুতো
৩১. বনে ক্রন্দন করিওনা। অরণ্যে রোদন
৩২. আমার বাঁচার স্বাদ
নেই।
সাধ
৩৩. কালীদাস বিখ্যাত কবি। কালিদাস
৩৪. দৈন্যতা প্রশংসনীয় নহে। দীনতা / দৈন্য
৩৫. এটা লজ্জাস্কর ব্যাপার। লজ্জাকর
** নিন্মরেখ দ্বারা ভুল শব্দ চিহ্নিত করা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন