জুলাই ২০, ২০১৫

বি এ (অনার্স) ডিগ্রির সংশোধিত রেগুলেশন ২০০৯-২০১০ শিক্ষাবর্ষ , জাতীয় বিশ্ববিদ্যালয়






জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর ৪৬ নং ধারা মোতাবেক প্রণীত
ব্যাচেলর (অনার্স) ডিগ্রির সংশোধিত রেগুলেশন ২০০৯-২০১০
Bachelor of Honours Degree (Revised) Regulation 2009-2010
গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতি অনুযায়ী
(২০০৯-২০১০ শিক্ষাবর্ষ থেকে কার্যকর)
প্রোগ্রামের মেয়াদ
ক) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যাচেলর (অনার্স) ডিগ্রি প্রোগ্রামে প্রতিটি বিষয় ৪ বছর মেয়াদি সমন্বিত কোর্স                       (Integrated Course) হিসেবে বিবেচিত হবে।
খ) কোর্সসমূহকে চারটি একাডেমিক বর্ষে বিভক্ত করে পাঠদান সম্পন্ন করা হবে, যেমন: ১ম বর্ষ,২য় বর্ষ,৩য় বর্ষ ও ৪র্থ বর্ষ।
গ) এই প্রোগ্রামের শিক্ষাবর্ষ হবে জুলাই-জুন। সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাস অনুযায়ী প্রতি শিক্ষাবর্ষে ক্লাস শুরুর পর থেকে মোট ৩০ সপ্তাহ পাঠদান, ৪ সপ্তাহ পরীক্ষার প্রস'তি, ৬ সপ্তাহ বার্ষিক পরীক্ষা কার্যক্রম চলবে। অবশিষ্ট সমেয়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। প্রতি বর্ষের পরীক্ষা শেষ হওয়ার ২ সপ্তাহ পর পরবর্তী বর্ষের ক্লাস শুরু হবে এবং এ জন্য ছাত্র-ছাত্রীদেরকে কলেজে নতুন বর্ষের জন্য প্রবেশনাল ছাত্র হিসেবে তালিকাভুক্ত হতে হবে।
ঘ) বার্ষিক কোর্স ভিত্তিক পরীক্ষা এবং গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে এই প্রোগ্রাম পরিচালিত হবে। গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে জিপিএ (GPA)  ও সিজিপিএ (CGPA)  হিসেবে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
ডিগ্রী (অনার্স) প্রোগ্রাম ও বিষয়সমূহ
উক্ত প্রোগ্রামে বিষয় ভিত্তিক চারটি শাখায় ব্যাচেলর অনার্স প্রোগ্রাম যথাক্রমে ব্যাচেলর অব আর্টস (বিএ) অনার্স, ব্যাচেলর অব সোশাল সায়েন্স (বিএসএস) অনার্স, ব্যাচেলর অব বিজনেস এডমিনিসেট্রশন (বিবিএ) অনার্স এবং ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) অনার্স ডিগ্রী প্রদান করা হবে। বিভিন্ন ব্যাচেলর (অনার্স) প্রোগ্রামের অনর্-ভুক্ত বিষয়সমুহ নিম্মরূপ:

(ক) বিএ (অনার্সঃ(Bachelor of Arts)
      ১)    বাংলা                    ৭)  দর্শন
      ২)    ইংরেজী                   ৮)   ইসলামী শিক্ষা
      ৩)    আরবী                   ৯)   ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
      ৪)    পালি                    ১০)   লাইব্রেরী ও তথ্য বিজ্ঞান 
      ৫)    সংস্কৃত                   ১১)   বি.এড
      ৬)    ইতিহাস              


 (খ) বিএসএস (অনার্স)(Bachelor of Social Science)
   ১)অর্থনীতি                 ৪)   সমাজবিজ্ঞান
      ২) রাষ্ট্রবিজ্ঞান               ৫)   নৃ-বিজ্ঞান
   ৩)সমাজকর্ম

(গ)   বিবিএ (অনার্স)(Bachelor of Business Administration)
    ১)  ব্যবস্থাপনা
    ২)  হিসাববিজ্ঞান
    ৩)  মার্কেটিং
    ৪)  ফিন্যান্স এন্ড ব্যাংকিং

 বিএসসি (অনার্স)(Bachelor of Science)
১)    রসায়ন              ৮) ভূগোল ও পরিবেশ
২)    পদার্থ বিজ্ঞান          ৯) পরিবেশ বিজ্ঞান
৩)    গনিত               ১০) মনোবিজ্ঞান
৪)    পরিসংখ্যান           ১১) মৃত্তিকা বিজ্ঞান
৫)    উদ্ভিদবিজ্ঞান           ১২) গার্হস্থ্য অর্থনীতি
৬)    প্রাণিবিজ্ঞান           ১৩) কম্পিউটার বিজ্ঞান
৭)    প্রাণ রসায়ন

৩. ভর্তির যোগ্যতা
বাংলাদেশের কোন শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক/আলিম বা দেশ বিদেশের সমমানের পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত নিয়ম-কানুন ও শর্ত অনুযায়ী ব্যাচেলর (অর্নাস) প্রোগ্রামে পূর্ণকালীন ছাত্র/ছাত্রী হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ভর্তি হতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তির শর্তাবলি পূরণ করলে এবং সংশ্লিষ্ট বিষয়/ইউনিটের ভর্তি পরীক্ষায় কৃতকার্য হলে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে/প্রতিষ্ঠনে মেধা স্কোরের ভিত্তিতে ভর্তি হতে পারবে।
৪. রেজিষ্ট্রেশন
ক) পূর্ণকালীন ছাত্র/ছাত্রী হিসেবে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী একজন শিক্ষার্থী কেবলমাত্র একটি বিষয়ে ভর্তি হতে পারবে।
 (খ)   একজন শিক্ষার্থীকে সর্বোচ্চ ৬ (ছয়) শিক্ষাবর্ষের মধ্যে ব্যাচেলর অব অনার্স কোর্স সম্পন্ন করে ডিগ্রী অর্জন করতে হবে।

৫. বিষয় পরিবর্তন
ভর্তি হওয়ার পর বিষয় পরিবর্তনে ইচ্ছুক শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে ব্যাচেলর (অনার্স) ডিগ্রির বিষয় পরিবর্তন করতে পারবে। এ জন্য তাকে ভর্তিকৃত বিষয়ের বিভাগীয় প্রধান ও পরিবর্তনে ইচ্ছুক বিষয়ের বিভাগীয় প্রধানদের সুপারিশসহ অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। বিষয় পরিবর্তনের জন্য নির্ধারিত ফি কলেজ কর্তৃক বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে অনুমতি নিতে হবে।

৬. পুনঃ ভর্তি
একজন শিক্ষার্থীর সকল তত্ত্বীয়/ব্যবহারিক/ইন-কোর্স/মাঠকর্ম কোর্স ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। পরীক্ষায় অংশগ্রহণে ব্যর্থ শিক্ষার্থী এবং ফলাফলে অকৃতকার্য পরীক্ষার্থী ফলাফল প্রকাশের ১ (এক) মাসের মধ্যে পুনঃ ভর্তি হতে পারবে। উভয় ক্ষেত্রেই তারা অনিয়মিত শিক্ষার্থী হিসেবে গণ্য হবে। একজন শিক্ষার্থী একই বর্ষে একবারের বেশী এবং পুরো কোর্সের মেয়াদে দুবারের বেশী পুনঃ ভর্তির সুযোগ পাবে না। পুনঃ ভর্তির ক্ষেত্রে তার পূর্বের রেজিষ্ট্রেশন নম্বর বহাল থাকবে।

৭. কোর্সেস ও ক্রেডিট-ঘন্টা (Courses & Credit-hour)
ক্রেডিট আওয়ারের ভিত্তিতে কোর্সসমূহ পরিচালিত হবে। প্রতি সপ্তাহে পাঠদানের জন্য ব্যয়িত ক্লাস ঘন্টাকে ক্রেডিট হিসেবে গণ্য করা হবে। তত্ত্বীয় কোর্স সমূহের জন্য ৪৫ মিনিটের একটি ক্লাসকে এক ক্লাস ঘন্টা ধরা হবে। এবং ১৫ (পনের) ক্লাস ঘন্টাকে ১ (এক) ক্রেডিট হিসেবে গণনা করা হবে।
তত্ত্বীয় ও ব্যবহারিক কোর্সের জন্য নিম্নে বর্ণিত ক্লাস ঘন্টা অনুসরণ করা হবে।
ক) তত্ত্বীয় কোর্স (Theoretical Course):
১০০ নম্বর কোর্সের ৬০ ক্লাস-ঘন্টা (class hour) = ৪ ক্রেডিট।
৫০ নম্বর কোর্সের ৩০ ক্লাস-ঘন্টা (class hour) = ২ ক্রেডিট।
খ) ব্যবহারিক/মাঠকর্ম কোর্সঃ ব্যবহারিক/মাঠকর্ম কোর্সের জন্য নিম্নোক্ত ক্লাস ঘন্টা অনুসরণ করা হবে।
১০০ নম্বরের ৩০ টি ব্যবহারিক ক্লাসের জন্য (৩০ * ৩) = ৯০ ক্লাস-ঘন্টা = ৪ ক্রেডিট।
৫০ নম্বরের ১৫ টি ব্যবহারিক ক্লাসের জন্য (১৫ * ৩) = ৪৫ ক্লাস-ঘন্টা = ২ ক্রেডিট।

প্রতিটি কোর্সের জন্য সপ্তাহে ৩ ক্লাস ঘন্টার (৪৫* ৩) বা ১৩৫ মিনিটের ২টি ব্যবহারিক ক্লাস অনুষ্ঠিত হবে।
               
গ) মৌখিক পরীক্ষাঃ
১০০ নম্বরের মৌখিক পরীক্ষা = ৪ ক্রেডিট  
৫০ নম্বরের মৌখিক পরীক্ষা = ২ ক্রেডিট
               
৮. প্রোগ্রাম ভিত্তিক ক্রেডিট ও নম্বর বন্টন (২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে কার্যকর)
ক)   i) বিএ (অনার্স) মোট ৩১০০ নম্বর (৩০০০ নম্বর অর্থাৎ ১২০ ক্রেডিট + ১০০ নম্বর ইংরেজী নন ক্রেডিট)।
      ii) বিএসএস (অনার্স) মোট ৩১০০ নম্বর (৩০০০ নম্বর অর্থাৎ ১২০ ক্রেডিট + ১০০ নম্বর ইংরেজী নন ক্রেডিট)।
      iii) বিবিএ (অনার্স) মোট ৩১০০ নম্বর অর্থাৎ ১২৪ ক্রেডিট।
      iv) বিএসসি (অনার্স) মোট ৩৩০০ নম্বর (৩২০০নম্বর অর্থাৎ ১২৮ ক্রেডিট + ১০০ নম্বর ইংরেজী নন ক্রেডিট)।

i)       i)                    Bachelor of Arts (B.A) (Honours) Degree   





       বর্ষ      
     সম্মান
     তত্ত্বীয়©  
     নম্বর
  অনুসঙ্গি
   তত্ত্বীয়©   
      নম্বর   (   Allied)
          ইংরেজি  
     আবশ্যিক
       নন     ক্রেডিট
     মৌখিক 
       স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস
     মোট নম্বর
      মোট ক্রেডিট
১ম
   ৪০০
   ১০০

      --
১০০
৬০০
২৪
২য়

    ২০০  
      ১০০
       --
--
      ৬০০+১০০
২৪
৩য়
  ৮০০
--

     --
--
৮০০
৩২
৪থ
  ৯০০
--

    ১০০
--
   ১০০০
৪০
মোট
   ২৪০০
৪০০
 ১০০
    ১০০
১০০
   ৩১০০
১২০
                                             
বিঃ দ্রঃ ইংরেজী (সম্মান) বিষয়ে ১০০ নম্বর ননক্রেডিট ইংরেজী বাধ্যতামূলক নয়। উক্ত বিষয়ে মোট ৩০০০ নম্বর অর্থাৎ ১২০ ক্রেডিট।

ii)                  Bachelor of Social Science(B.S.S) (Honours) Degree
বর্ষ
সম্মান
তত্ত্বীয়©
নম্বর
অনুসঙ্গি
তত্ত্বীয়©
নম্বর (Allied)
    ইংরেজি
আবশ্যিক
নন ক্রেডিট
মৌখিক
স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস
মোট নম্বর
মোট ক্রেডিট
১ম
৪০০
১০০

--
১০০
৬০০
২৪
২য়
৪০০
২০০
১০০
--
--
৬০০+১০০
২৪
৩য়
৮০০
--

--
--
৮০০
৩২
৪থ
৯০০
--

১০০
--
১০০০
৪০
মোট
২৪০০
৪০০
১০০
১০০
১০০
৩১০০
১২০
                        

iii)                Bachelor of Business Administration (B.B.A) (Honours) Degree
বর্ষ©
 সমন্বিত সম্মান কোর্স
নম্বর
মৌখিক
স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস
মোট নম্বর
মোট ক্রেডিট
 ১ম
৫০০
--
১০০
৬০০
২৪
২য়
৭০০
--
--
৭০০
২৮
 ৩য়
৮০০
--
--
৮০০
৩২
৪থ
৯০০
১০০
--
১০০০
৪০
মোট
২৯০০
১০০
১০০
৩১০০
১২৪





iv)                Bachelor of Science (B.Sc) (Honours) Degree
el©
সম্মান  কোর্স
নম্বর
  (তত্ত্বীয়©+ব্যবহারিক)
অনুসঙ্গি কোর্স
নম্বর
  (তত্ত্বীয়©+ব্যবহারিক)
    ইংরেজি
আবশ্যিক
নন ক্রেডিট
মৌখিক
স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস
   মোট    নম্বর
মোট ক্রেডিট
১ম
৩০০
১৫০+১৫০=৩০০

-

-
১০০
৭০০
২৮
১০০+১০০+১০০=৩০০
২য়
৪০০
১৫০+১৫০=৩০০

১০০
-

-
  ৭০০+১০০
  100
২৮

১০০+১০০+১০০=৩০০
৩য়
৮০০
-
-
-

৮০০
৩২
৪থ
৯০০
-
-
১০০
-
১০০০
৪০
মোট
২৪০০
৬০০
১০০
১০০
১০০
৩৩০০
১২৮

বিশেষ দ্রষ্টব্য
স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাসশিরোনামে বিষয়টি স্নাতক (সম্মান ও পাস) শ্রেণীর সকল প্রোগ্রামের জন্য বাধ্যতামূলক বিষয় হিসেবে সিলেবাসে অনত্মর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর সিলেবাসে অনত্মর্ভুক্ত থাকবে। ২০০৯-১০, ২০১০-১১, ২০১১-১২ ও ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীর  ভর্তিকৃতদের জন্য উক্ত বিষয়টি ৪র্থ বর্ষে সিলেবাসে অনত্মর্ভুক্ত থাকবে। ২০০৯-১০, ২০১০-১১, ২০১১-১২ ও ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীর  ভর্তিকৃতদের জন্য পূর্বের রেগুলেশনে উল্লেখিত ধারা-৮, প্রোগ্রাম ভিত্তিক মোট ক্রেডিট ও নম্বরবণ্টন অপরিবর্তিত থাকবে।
               
খ) অনুষঙ্গী কোর্স
অনার্স বিষয়ের সাথে অনুষঙ্গী কোর্স (Allied Course) হিসেবে ২ বা তার অধিক কোর্স নির্বাচন করতে হবে।

গ) আবশ্যিক ইংরেজী নন-ক্রেডিট কোর্স
ইংরেজী অনার্স ও বিবিএ অনার্সের ছাত্র-ছাত্রী ব্যতীত ব্যাচেলর অব অনার্স ডিগ্রী প্রোগ্রামের সকল বিষয়ের শিক্ষার্থীদের জন্য ১০০ নম্বরের নন-ক্রেডিট ইংরেজি বিষয় বাধ্যতামূলক থাকবে এবং ইংরেজী বিষয়ে অবশ্যই পাস করতে হবে অন্যথায় অনার্স ডিগ্রী প্রাপ্ত হবেনা। ২য় বর্ষে পঠিত উক্ত বিষয়ের পরীক্ষা ২য় বর্ষ অনার্স পরীক্ষার সাথে অনুষ্ঠিত হবে। উক্ত নন-ক্রেডিট বিষয়ে পাশ নম্বর ৪০ ।

ঘ)বিবিএ (অনার্স) এর সকল বিষয়ের ছাত্র-ছাত্রীদের জন্য নন ক্রেডিট ১০০ নম্বরের ইংরেজী কোর্সের পরিবর্তে ২য় বর্ষে ১০০ নম্বরের “Business Communication & Report Writing (In English)” শিরোনামে ৪ ক্রেডিটের একটি কোর্স থাকবে।
৯. পরীক্ষার সময়কাল
    ক)   তত্ত্বীয় কোর্সঃ
    ১০০ নম্বরের ৪ ক্রেডিট কোর্সের জন্য ৪ ঘন্টা।
                        ৫০ নম্বরের ২ ক্রেডিট কোর্সের জন্য ২.৫ ঘন্টা।
                        ৩য় ও ৪র্থ বর্ষে ৮০ নম্বরের পরীক্ষার জন্য ৪ ঘন্টা।
                        ৩য় ও ৪র্থ বর্ষে ৪০ নম্বরের পরীক্ষার জন্য ২.৫ ঘন্টা। 

খ) ব্যবহারিক কোর্সঃ
১০০ নম্বরের ৪ ক্রেডিট কোর্সের জন্য ৬-১০ ঘন্টা (সংশ্লিষ্ট সিলেবাসে নির্ধারণ করা থাকবে) ।  ৫০ নম্বরের ২ ক্রেডিট কোর্সের জন্য ৩-৬ ঘন্টা (সংশ্লিষ্ট সিলেবাসে নির্ধারণ করা থাকবে) ।
১০.উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি
১. ইংরেজী ব্যতিত প্রতিটি তত্ত্বীয় কোর্সের উত্তরপত্র ১ম ও ২য় পরীক্ষক দ্বারা মূল্যায়ন হবে। ১ম ও ২য় পরীক্ষকের প্রদত্ত গড় নম্বর চূড়ান- নম্বর হিসেবে গণ্য হবে।
২. অভ্যন-রীণ ও বহিরাগত পরীক্ষক দ্বারা ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা পরিচালিত হবে। পরীক্ষকগণ পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্র-ছাত্রীদের পরীক্ষণ মূল্যায়ন সম্পন্ন করবেন। ব্যবহারিক পরীক্ষার অভ্যন-রীণ মূল্যায়নকৃত নম্বর ও পরীক্ষায় প্রাপ্ত নম্বর যোগ করে মোট প্রাপ্ত নম্বর ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হবার অব্যবহতি পরে তার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করতে হবে।


৩. বিএসএস এবং বিবিএ এর ক্ষেত্রে ২য় বর্ষের ৫০ নম্বরের মৌখিক পরীক্ষা ও টার্ম পেপারের গাইড লাইন (সংযুক্ত) অনুসারে অভ্যন-রীণ পরীক্ষকদ্বয়ের মূল্যায়নকৃত টার্ম পেপারের ৫০ নম্বর অর্থাৎ (৫০+৫০) = ১০০ নম্বর হতে প্রাপ্ত মোট নম্বর মৌখিক পরীক্ষার কোড নম্বরে নির্দেশ মোতাবেক অনলাইনে প্রেরণ করতে হবে ও হার্ডকপি সংশ্লিষ্ট উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে। মৌখিক পরীক্ষা ও টার্ম পেপারের পাশ নম্বর পৃথকভাবে ৪০%।
১১. পাঠদান ও পরীক্ষার মাধ্যম
পাঠদানের মাধ্যম হবে বাংলা অথবা ইংরেজী। পরীক্ষার উত্তরপত্রে বাংলা অথবা ইংরেজী ভাষার যে কোন একটি মাধ্যমে লিখতে হবে। উদ্ধৃতি ও টেকনিক্যাল শব্দ ব্যতিত একই কোর্সের উত্তরপত্রে বাংলা ইংরেজীর মিশ্রণ গ্রহণযোগ্য নয়। তবে ভাষা সাহিত্যের বিষয় সমূহের ক্ষেত্রে পাঠদান ও পরীক্ষার মাধ্যম সংশ্লিষ্ট ভাষায় হবে।
১২. পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা
ব্যাচেলর (অনার্স) পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা হিসাবে মোট লেকচার ক্লাস/ব্যবহারিক ক্লাসের ৭৫% উপসি'তি থাকতে হবে। বিশেষ ক্ষেত্রে অধ্যক্ষ বিভাগীয় প্রধানের সুপারিশের ভিত্তিতে উপসি'তি ৭৫%-এর কম এবং ৬০% বা তার বেশি থাকলে তা বিবেচনার জন্য সুপারিশ করতে পারবেন। ৭৫% এর কম উপসি'তির জন্য পরীক্ষার্থীকে পরীক্ষার ফরম পূরণের সময় ৫০০ (পাঁচশত) টাকা নন-কলেজিয়েট ফি অবশ্যই জমা দিতে হবে।
পরীক্ষার জন্য প্রেরিত পরীক্ষার্থীদের আবেদনপত্রে অধ্যক্ষ/বিভাগীয় প্রধান প্রত্যয়ণ করবেন যে-
i)                     পরীক্ষার্থীর আচরণ সন্তোষজনক ; 
ii)                   লেকচার ক্লাসে, ব্যবহারিক ক্লাসে, ইন-কোর্স ও মাঠ পর্যায়ে তার উপস্থিতি সন্তোষজনক  
Iii)    পরীক্ষার্থী কলেজের সকল অভ্যন-রীণ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক আরোপিত সকল  শর্ত পূরণ করেছে।

১৩. গ্রেডিং সিস্টেম (Grading System)
উত্তরপত্র নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। একজন পরীক্ষার্থীর তত্ত্বীয়, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে লেটার গ্রেড (letter Grade ও গ্রেড পয়েন্টে (Grade  Point ) রূপান-র করা হবে। পরীক্ষার্থীর ফলাফল মূল্যায়নের জন্য নিম্নলিখিত লেটার গ্রেড ও corresponding গ্রেড পয়েন্ট থাকবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রদত্ত অভিন্ন গ্রেডিং পদ্ধতি অনুযায়ী গাণিতিক (numerical)  নম্বর, লেটার গ্রেড ও গ্রেড পয়েন্ট হবে নিম্নরূপ:
Numerical Grade
Letter Grade (LG)
Grade Point (GP)
80% or above
A+ (Plus)
4.00
75% to less than 80%
A (Plain)
3.75
70% to less than 75%
A- (Minus)
3.50
65% to less than 70%
B+ (Plus)
3.25
60% to less than 65%
B (Plain)
3.00
55% to less than 60%
B- (Minus)
2.75
50% to less than 55%
C+ (Plus)
2.50
45% to less than 50%
C (Plain)
2.25
40% to less than 45%
D (Plain)
2.00
<40% (less than 40%)
F (Fail)
0.00

পাশ নম্বর  
কোর্সের নম্বর
১০০ (৪ক্রেডিট )
৫০(২ ক্রেডিট)
           পাস নম্বর
৪০
২০
গণনাযোগ্য ক্রেডিট
D
D
      
১৪. উত্তীর্ণ গ্রেড
ছাত্র-ছাত্রীদের সকল নির্ধারিত কোর্সে (তত্ত্বীয় ও ব্যবহারিক) এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামুলক। ছাত্র-ছাত্রীদেরকে সকল নির্ধারিত কোর্সে ও মৌখিক পরীক্ষায় ৪০% বা D গ্রেড বা গ্রেড পয়েন্ট ২ পেয়ে পাশ করতে হবে। যে সকল কোর্সে D বা তদূর্ধ্ব গ্রেড অর্জিত হবে শুধুমাত্র সে কোর্সগুলোর ক্রেডিট ফলাফলের গণনায় আনা হবে। Non-Credit ইংরেজী বিষয়ের প্রাপ্ত গ্রেড GPA গণনায় নেয়া হবে না।
১৫. জিপিএ (GPA)  এবং সিজিপিএ (CGPA) নির্ণয়
নির্দিষ্ট কোর্সে প্রাপ্ত গ্রেড পয়েন্টকে উক্ত কোর্সের ক্রেডিট দ্বারা গুণ করে এ কোর্সে অর্জিত পয়েন্ট (EPS)  নির্ধারণ করা হবে। উক্ত বছরে সকল কোর্সে অর্জিত মোট পয়েন্টকে মোট অর্জিত ক্রেডিট দ্বারা ভাগ করে এক বছরের জিপিএ (GPA)   নিরুপন করা হবে। এভাবে সকল বছরে অর্জিত মোট পয়েন্ট সমুহকে যোগ করে সর্বমোট অর্জিত ক্রেডিট দ্বারা ভাগ করে সিজিপিএ (CGPA)  নির্ধারণ করা হবে। D  এর নীচে প্রাপ্ত গ্রেডের জন্য কোন ক্রেডিট অর্জিত হবে না এবং তা F (Fail)  গ্রেড বলে বিবেচিত হবে। F (Fail) থেকে উচ্চতর গ্রেডে উন্নীত হলে অর্জিত ক্রেডিট CGPA গণনায় যুক্ত হবে। F  গ্রেড উচ্চতর গ্রেডে উন্নীত করলে পরবর্তীতৈ মানোন্নয়নের আর সুযোগ থাকবে না।
জিপিএ গণনার পদ্ধতিঃ
∑PS (Total Point Secured in a year)                
GPA =                                                                                         
      ∑CR (Total Credits offered in a year)               

Example: Grade Point Average (GPA) Calculation for a year
Course
No. of
Marks
Letter
Earned Grade
Earned Points Secured
Code No
credits
Obtained
grade
points
(EPS)= No of Credits


(%)
(LG)
(EGP)
X Grade Point
2011
4
70
A-
3.50
14.00
2012
4
65
B+
3.25
13.00
2013
4
60
B
3.00
12.00
2014
4
34
F
0.00
00.00
2015
4
55
B-
2.75
11.00
2016
2
50
C+
2.50
05.00
2017
4
45
C
2.25
09.00
Total
26
-
-
-
64.00
Total Point Secured (TPS) = 64
Earned Credit (EC) =22(4+4+4+0+4+2+4=22)
SGPA = TPS/EC = 64/22 = 2.90

জিপিএ গণনার পদ্ধতিঃ
                     ETPS of (1st year+ 2nd year + 3rd year + 4th year) + Earned Grade Point/Points
    CGPA =                
                              Total number of credits completed in the whole programme       



১৬. উচ্চতর শ্রেণীতে প্রমোশন (১ম বর্ষ হতে ৪র্থ বর্ষে)
১৭. কোর্স ভিত্তিক নম্বর বন্টন
২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে স্নাতক (সম্মান) শ্রেণীর সকল প্রোগ্রামের  ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের প্রত্যেক তত্ত্বীয় কোর্সের প্রতি ১০০ নম্বরের মধ্যে ইন-কোর্স ও ক্লাসে উপসি'তির ক্ষেত্রে নম্বর হবে ২০ (১৫+৫) এবং তত্ত্বীয় ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে নম্বর হবে ৮০। প্রত্যেক বর্ষের ক্লাস শুরু থেকে ১৫ সপ্তাহের মধ্যে প্রতিটি কোর্সের অর্ধেক পাঠ্যসূচী শেষ করে পঠিত অংশের উপর কোর্স শিক্ষককে একটি ইন-কোর্স পরীক্ষা গ্রহণ করতে হবে। একইভাবে পরবর্তী ১৫ সপ্তাহের মধ্যে পাঠ্যসূচীর বাকী অর্ধেক শেষ করে এ অংশের উপর আর একটিসহ মোট ২টি ইন-কোর্স পরীক্ষা গ্রহণ করতে হবে। অভ্যন-রীণভাবে উত্তরপত্র মূল্যায়ন করে ইন-কোর্স ও ক্লাস উপসি'তিতে প্রাপ্ত মোট নম্বরপত্রের এক কপি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এর নিকট প্রেরণ করতে হবে এবং এক কপি সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের অফিসে সংরক্ষণ করতে হবে। উল্লেখ্য বর্তমানে অধ্যয়নরত  ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ৩য় ও ৪র্থ বষের্র প্রত্যেক তত্ত্বীয় কোর্সের প্রতি ১০০ নম্বরের মধ্যে ইন-কোর্স ও ক্লাসে উপসি'তির ক্ষেত্রে নম্বর হবে ২০ (১৫+৫)  এবং তত্ত্বীয় ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে নম্বর হবে ৮০। ২০১০-১১ ও ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের প্রত্যেক তত্ত্বীয় কোর্সের প্রতি ১০০ নম্বরের মধ্যে ইন-কোর্স ও ক্লাসে উপসি'তির ক্ষেত্রে নম্বর হবে ২০ (১৫+৫) এবং তত্ত্বীয় ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে নম্বর হবে ৮০। ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের প্রত্যেক তত্ত্বীয় কোর্সের প্রতি ১০০ নম্বরের মধ্যে ইন-কোর্স ও ক্লাসে উপসি'তির ক্ষেত্রে নম্বর হবে ২০ (১৫+৫)  এবং তত্ত্বীয় ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে নম্বর হবে ৮০। বিভিন্ন শিক্ষাবর্ষের (যাদের জন্য প্রযোজ্য) ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের ইন-কোর্স ও ক্লাসে উপসি'তির ২০ নম্বরের মধ্যে ২টি ইন-কোর্স পরীক্ষা ১৫ নম্বরে এবং ক্লাসে উপসি'তি ৫ নম্বরের মধ্যে মূল্যায়ন করতে হবে। তত্ত্বীয় প্রতি ৫০ নম্বরের কোর্সে ইন-কোর্স ও ক্লাসে উপসি'তির ক্ষেত্রে নম্বর হবে ১০ (৭ নম্বর ইন-কোর্স এবং ৩ নম্বর ক্লাসে উপসি'তি) এবং তত্ত্বীয় ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে নম্বর হবে ৪০।

ক্লাসে উপসি'তির ভিত্তিতে নম্বর বণ্টন হবে নিম্বরূপ:
Attendance range (in percent)
                  Marks
90% or above
5.00
85% to less than 90%
4.50
80% to less than 85%
4.00
75% to less than 80%
3.50
70% to less than 75%
3.00
65% to less than 70%
2.50
60% to less than 65%
2.00
55% to less than 60%
1.50
50% to less than 55%
1.00
45% to less than 50%
0.50
Less than 45%
0.00

১৮. মৌখিক পরীক্ষা
ক) ২০০৯-১০, ২০১০-১১, ২০১১-১২, ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃতদের প্রত্যেক প্রোগ্রামের ২য় বর্ষ এবং ৪র্থ বর্ষ শেষে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যা মোট ২*২=৪ ক্রেডিট হিসেবে গণ্য হবে। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ২টি পৃথক মৌখিক পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। ২টি মৌখিক পরীক্ষার মোট নম্বর যোগ করে তার ভিত্তিতে LG, GP    EPS নির্ণয় করে একজন পরীক্ষার্থীর CGPA  নির্ণয় করা হবে। অভ্যন-রীণ ও বহিঃপরীক্ষক মৌখিক পরীক্ষা গ্রহণ করবে। বহিঃপরীক্ষক ছাড়া কোন মৌখিক পরীক্ষা গ্রহণ যোগ্য হবে না।
খ) ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে শুধুমাত্র ৪র্থ বর্ষে ১০০ নম্বর অর্থাৎ ৪ ক্রেডিটের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গ) একজন শিক্ষার্থী যদি মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণে ব্যর্থ হয় তাহলে পরীক্ষা কমিটি/পরীক্ষা নিয়ন্ত্রক উপাচার্যের অনুমোদন সাপেক্ষে বিশেষ ক্ষেত্রে (লিখিত প্রমাণাদি) সংশ্লিষ্ট পরীক্ষার ফলাফল প্রকাশের পূর্বে নির্ধারিত অতিরিক্ত ফি প্রদান করে বিশেষ বিবেচনায় মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ পাবে। সে ক্ষেত্রে পরীক্ষার্থীকে মৌখিক পরীক্ষা অনুষ্ঠানের যাবতীয় খরচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্ধারিত হারে বহন করতে হবে।
ঘ) মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হলে একজন শিক্ষার্থী শুধুমাত্র একবার পরবর্তী শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের সাথে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।
ঙ) পরীক্ষা নিয়ন্ত্রক, সংশ্লিষ্ট ডীন ও প্রো-ভাইস-চ্যান্সেলর (একাডেমিক) এর সুপারিশসহ ভাইস-চ্যান্সেলর এর অনুমোদনক্রমে পরীক্ষার তারিখ ও পরীক্ষকগণের তালিকা (তত্ত্বীয়, ব্যবহারিক, মৌখিক, ফিল্ড ওয়ার্ক) প্রকাশ করবেন। মৌখিক/ব্যবহারিক/মাঠকর্ম পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোনীত প্রতিনিধি ছাড়া গ্রহণ করা যাবে না। এরূপ পরীক্ষা গ্রহণের জন্য মনোনীত কোন শিক্ষক দায়িত্ব পালন না করলে বা করতে ব্যর্থ হলে পরীক্ষা নিয়ন্ত্রকের পূর্বানুমতি গ্রহণপূর্বক নিকটবর্তী কোন কলেজ হতে একজন উপযুক্ত শিক্ষককে দিয়ে পরীক্ষা গ্রহণের ব্যবস'া করা যাবে এবং সঙ্গে সঙ্গে বিষয়টি লিখিতভাবে পরীক্ষা নিয়ন্ত্রককে অবহিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের পূর্বানুমতি ছাড়া অন্য কোন শিক্ষককে দিয়ে পরীক্ষা গ্রহণ করা যাবে না। প্রতিদিন অনধিক ৪০ (চল্লিশ) জন পরীক্ষার্থীর ব্যবহারিক/মৌখিক পরীক্ষা গ্রহণ করা যাবে।
চ) মৌখিক/ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার ৭ দিনের মধ্যে কলেজ কর্তৃপক্ষকে মৌখিক/ব্যবহারিক পরীক্ষার নম্বর যথারীতি বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করতে হবে এবং এর একটি কপি অধ্যক্ষের নিজ দায়িত্বে গোপনীয়ভাবে সংরক্ষণ করতে হবে।

১৯.  গ্রেড উন্নীত করণ
(ক)  একজন শিক্ষার্থী ১ম/২য়/৩য়/৪র্থ বর্ষের জিপিএ উন্নীতকরণের জন্য শুধুমাত্র ঈ গ্রেড বা ২.২৫ এর কম প্রাপ্ত কোর্সে ঠিক পরবর্তী ব্যাচের পরীক্ষার সময় চলতি সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। তবে কোন পরীক্ষার্থী একটি কোর্সে একবারের বেশী গ্রেড উন্নীতকরণের সুযোগ পাবে না। কোন শিক্ষার্থী যদি গ্রেড উন্নীত করতে ব্যর্থ হয় তাহলে ঐ কোর্সে তার পূর্বের গ্রেড বহাল থাকবে। মানোন্নয়নের ক্ষেত্রে ১ম অথবা ২য় বারের পরীক্ষার মধ্যে যে গ্রেড উচ্চতর হবে তা যোগ করা হবে এবং তার ভিত্তিতেই ফলাফল নির্ধারণ করা হবে।
(খ)   ইন-কোর্স, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় মান উন্নয়নের কোন সুযোগ থাকবে না।
 (গ)  বিভাগীয় প্রধান অধ্যক্ষের মাধ্যমে মান উন্নয়ন পরীক্ষায় অংশ গ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের তালিকা ফরম পুরণের শেষ    তারিখের পর পরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে প্রেরণ করবে।
    
২০. ডিগ্রি প্রাপ্তির যোগ্যতা সমূহ
ব্যাচেলর (অর্নাস) ডিগ্রি পেতে হলে একজন শিক্ষার্থীকে নিম্নোক্ত শর্তসমূহ পূরণ করতে হবে।
ক) CGPA এর ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
খ) একজন শিক্ষার্থীকে সকল তত্ত্বীয়/ব্যবহারিক/টার্ম পেপার/মাঠকর্ম পরীক্ষায় অংশগ্রহন করে অব্যশই ন্যূনতম CGPA ২.০০ পেতে হবে। অন্যথায় সে উক্ত প্রোগ্রামে অকৃতকার্য বলে গণ্য হবে।
গ) প্রতিটি মৌখিক পরীক্ষায় পৃথকভাবে গ্রেড পয়েন্ট ২.০০ অর্জন করতে হবে। কোন বর্ষে মৌখিক পরীক্ষায় প্রয়োজনীয় GP  অর্জনে ব্যর্থ হলে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে পরবর্তী ব্যাচের সাথে মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ পাবে।
ঘ) CGPA ৩.৭৫ থেকে ৪.০ প্রাপ্ত শিক্ষার্থীদের Distinction সহ অনার্স ডিগ্রি প্রদান করা হবে যা একাডেমিক ট্রান্সক্রিপ্টে উল্লেখ থাকবে।
ঙ) সকল কোর্সের (তত্ত্বীয়/ব্যবহারিক/ টার্ম পেপার/মাঠকর্ম/মৌখিক) পরীক্ষায় অংশ গ্রহণ বাধ্যতামূলক এবং নূন্যতম গ্রেড পয়েন্ট ২.০০  বা D গ্রেড পেয়ে পাশ করতে হবে।
২১. পাস ডিগ্রিঃ
ক)  ১ম, ২য়, ৩য় বা ৪র্থ বর্ষে F গ্রেড পাওয়া কোর্সগুলো রেজিস্ট্রেশন মেয়াদে (শুরু থেকে ছয় শিক্ষাবর্ষের মধ্যে) অবশ্যই উ বা উচ্চতর গ্রেডে উন্নীত করতে হবে। তবে  F গ্রেড প্রাপ্ত কোর্স পরবর্তীতে পরীক্ষার মাধ্যমে উন্নীত করার ক্ষেত্রে ফলাফল যাই হোক না কেন একজন পরীক্ষার্থী সর্বোচ্চ B+  গ্রেড এর বেশী প্রাপ্য হবে না।  উল্লেখ্য যে, কোন কোর্সে F গ্রেড থাকলে পরীক্ষার্থী অনার্স ডিগ্রী পাবে না।
খ)   রেজিস্ট্রেশন মেয়াদ শেষে কোন পরীক্ষার্থী একাধিক F গ্রেডসহ ন্যূনতম ১০০ Credit অর্জন করলে তাকে পাস ডিগ্রী প্রদান করা হবে।
গ)  চার বছরের অনার্স কোর্স সম্পন্ন করার পর কোন কোর্সে F সহ কোন ছাত্র CGPA ২.০০ পেয়ে থাকলে তাকে পাস ডিগ্রি দেয়া যাবে তবে কোন কোর্সের পরীক্ষায় Absent থাকলে তাকে কোন ডিগ্রী প্রদান করা হবে না।
২২. ট্রান্সক্রিপ্টস (Transcripts)
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে প্রত্যেক বর্ষের ফলাফলের ট্রান্সক্রিপ্ট প্রদান করা হবে। একাডেমিক ট্রান্সক্রিপ্ট- গ্রেড, Corresponding গ্রেড পয়েন্ট GPA, CGPA দেয়া হবে এবং এতে কোন গাণিতিক নম্বর থাকবে ন

(প্রফেসর ড. ফকির রফিকুল আলম)
ডীন (ভারপ্রাপ্ত)
কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর
ফোনঃ ৯২৯১০৩০ (অফিস)।














                                            National University
                   Bachelor of Honours Courses



According to new curriculum (Grading & Credit System)
(Questions will be set from recommended textbooks)

Distribution of Marks in Question Paper
Effective from: Session 2009-2010
For 1st & 2nd Year Honours Course
Full Marks:100                                                             Time of Examination: 4 Hours

Question Types
Details

Part-A
Shortest Questions
(such as definition/ Quizes)
(Covering all the chapters of the syllabus.)
20 questions out of 24
such as question number
1. (a) – (x)
(1×20)=20
Part-B
Short Questions
(such as Conceptual/Numerical)
(Covering all the chapters of the syllabus.)
5 Questions Out of 8
Question will be divided into 2
parts, such as question 2.(A) & (B).
 Questions no. 2 – 9.
(4+4)x5=40
Part-C
Broad Questions
(such as Analytical/Conceptual/Numerical)
4 Questions Out of  7
(Question may be divided into 10. (i),(ii),(iii) etc subsections.)
For mathematical/numerical questions this condition may be relaxed)
Questions no. 10 – 16.

(4×10)=40

Total
100


National University
                   Bachelor of Honours Courses



According to new curriculum (Grading & Credit System)
(Questions will be set from recommended textbooks)

Distribution of Marks in Question Paper
Effective from: Session 2009-2010
For 1st & 2nd Year Honours Course
Full Marks: 50                                                                                       Time of Examination: 2.5 Hours

Question Types
Details

Part-A
Shortest Questions
(such as definition/ Quizes)
(Covering all the chapters of the syllabus.)
10 questions out of 12
such as question number
1. (a) – (l)
(1×10)=10
Part-B
Short Questions
(such as Conceptual/Numerical)
(Covering all the chapters of the syllabus.)
5 Questions Out of 8
 such as question number
 2, 3, etc.to 9.

(4x5)=20
Part-C
Broad Questions
(such as Analytical/Conceptual/Numerical)
2 Questions Out of 4
(Question may be divided into. (i),(ii),(iii) etc subsections.)
For mathematical/numerical questions this condition may be relaxed
Question no. 10 -13.
(10×2)=20

Total
50
  


                          National University
                   Bachelor of Honours Courses




According to new curriculum (Grading & Credit System)
(Questions will be set from recommended textbooks)

Distribution of Marks in Question Paper
Effective from: Session 2009-2010
For 3rd & 4th Year Honours Course
      Full Marks: 100                                                                                                                                               Time of Examination: 4 Hours

Question Types
Details

  Part-A
Shortest Questions
(such as definition/ Quizes)
(Covering all the chapters of the syllabus.)
10 questions out of 12
 1(a-l).
(1×10)=10
Part-B
Short Questions
(such as Conceptual/Numerical)
(Covering all the chapters of the syllabus.)
5 Questions Out of 8
 Question no. 2 -9.
(4×5)=20
Part-C
Broad Questions
(such as Analytical/Conceptual/Numerical)
5 Questions Out of 8
(Question may be divided into. (i),(ii),(iii) etc subsections.)
Question no. 10 -17.
(10×5)=50

Final Exam:
80
In course Test will be conducted by the course teacher as per the instruction of the ordinance.
20

Total
100

                         National University
                   Bachelor of Honours Courses




According to new curriculum (Grading & Credit System)
(Questions will be set from recommended textbooks)

Distribution of Marks in Question Paper
Effective from: Session 2009-2010
For 3rd & 4th Year Honours Course
         Full Marks: 50                                                                                                                                              Time of Examination: 2.5 Hours


Question Types
Details

Part-A
Shortest Questions
(such as definition/ Quizes)
(Covering all the chapters of the syllabus.)
8 questions out of 10
such as question number
1. (a) – (h)
(1x8)=8
Part-B
  Short Questions
(such as Conceptual/Numerical)
(Covering all the chapters of the syllabus.)
3 Questions Out of 5
 such as question number
 2 – 6.
(4x3)=12
Part-C
Broad Questions
(such as Analytical/Conceptual/Numerical)
2 Questions Out of 4
(Question may be divided into (i),(ii),(iii) etc subsections)
For mathematical/numerical questions this condition may be relaxed
Questions no. 7 -10.
(10×2)=20

Final Exam.
40
In course Test will be conducted by the course teacher as per the instruction of the ordinance.
10

Total
50



                          National University
                   Bachelor of Honours Courses



According to new curriculum (Grading & Credit System)
(Questions will be set from recommended textbooks)

Distribution of Marks in Question Paper
Effective from: Session 2012-2013
            For 1st , 2nd , 3rd  & 4th  Year Honours Course
      Full Marks: 100                                                                                                                                               Time of Examination: 4 Hours

Question Types
Details

  Part-A
Shortest Questions
(such as definition/ Quizes)
(Covering all the chapters of the syllabus.)
10 questions out of 12
 1(a-l).
(1×10)=10
Part-B
Short Questions
(such as Conceptual/Numerical)
(Covering all the chapters of the syllabus.)
5 Questions Out of 8
 Question no. 2 -9.
(4×5)=20
Part-C
Broad Questions
(such as Analytical/Conceptual/Numerical)
5 Questions Out of 8
(Question may be divided into. (i),(ii),(iii) etc subsections.)
Question no. 10 -17.
(10×5)=50

Final Exam:
80
In course Test will be conducted by the course teacher as per the instruction of the ordinance.
20

Total
100



                         National University
                   Bachelor of Honours Courses



According to new curriculum (Grading & Credit System)
(Questions will be set from recommended textbooks)

Distribution of Marks in Question Paper
Effective from: Session 2012-2013
             For 1st , 2nd , 3rd  & 4th  Year Honours Course
         Full Marks: 50                                                                                                                                              Time of Examination: 2.5 Hours


Question Types
Details

Part-A
Shortest Questions
(such as definition/ Quizes)
(Covering all the chapters of the syllabus.)
8 questions out of 10
such as question number
1. (a) – (h)
(1x8)=8
Part-B
  Short Questions
(such as Conceptual/Numerical)
(Covering all the chapters of the syllabus.)
3 Questions Out of 5
 such as question number
 2 – 6.
(4x3)=12
Part-C
Broad Questions
(such as Analytical/Conceptual/Numerical)
2 Questions Out of 4
(Question may be divided into (i),(ii),(iii) etc subsections)
For mathematical/numerical questions this condition may be relaxed
Questions no. 7 -10.
(10×2)=20

Final Exam.
40
In course Test will be conducted by the course teacher as per the instruction of the ordinance.
10

Total
50





0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন