আগস্ট ১৪, ২০১৫

বাংলা কবিতার কোটেশন - ৮

বাংলা কবিতার কোটেশন - ৮

১.

এসো নীপবনে ছায়াবীথিতলে,   এসো করো স্নান নবধারাজলে॥
দাও আকুলিয়া ঘন কালো কেশ,   পরো দেহ ঘেরি মেঘনীল বেশ
কাজলনয়নেযূথীমালা গলে,   এসো নীপবনে ছায়াবীথিতলে॥
আজি ক্ষণে ক্ষণে হাসিখানিসখী,   অধরে নয়নে উঠুক চমকি।
মল্লারগানে তব মধুস্বরে   দিক্‌ বাণী আনি বনমর্মরে।
ঘনবরিষনে জলকলকলে  এসো নীপবনে ছায়াবীথিতলে॥


প্রকৃতি সংখ্যক, গীতবিতান -রবীন্দ্রনাথ ঠাকুর


২.
            
একটি নমস্কারেপ্রভুএকটি নমস্কারে
             
সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে॥
            
ঘন শ্রাবণমেঘের মতো   রসের ভারে নম্র নত
             
একটি নমস্কারেপ্রভুএকটি নমস্কারে
             
সমস্ত মন পড়িয়া থাক্‌ তব ভবনদ্বারে॥


            পূজা,  ৫০৪ সংখ্যক, গীতবিতান  রবীন্দ্রনাথ ঠাকুর

৩.
      আমি ভালোবাসি
      এই পৃথিবীকে ...
   সেই পৃথিবী
      সে তো জীবনের 
  কর্মের
     উৎসবের
  মৃত্যুর।

 --কবি ভ্লাদিমির মায়াকোভস্কি।

৪.

তুমি যখন প্রশ্ন করো
আমি কি তোমায় ভালোবাসি?
অন্ধকারে লুকিয়ে মুখ
আমি নিজের মনেই হাসি ।
উত্তরে কি বলবো বলো
বিশ্বকোষেও হয়তো নাই,
উথালপাথাল খুঁজে মরি
কোথায় যোগ্য শব্দ পাই ।


তুমি যখন প্রশ্ন করো - মহাদেব সাহা


৫.


ওই দূর বনে সন্ধ্যা নামিয়ে ঘন আবিরের রাগে,
অমনি করিয়া লুটায়ে পড়িত বড় সাধ আজ জাগে।
মজিদ হইতে আযান হাঁকিছে বড় সুকরুণ সুরে,
মোর জীবনের রোজকেয়ামত ভাবিতেছি কত দূরে।


কবর - জসীম উদদীন


৬.

গাহি সাম্যের গান-
মানুষের চেয়ে কিছু নাইনহে কিছু মহীয়ান,
নাই দেশ-কাল-পাত্রের ভেদঅভেদ ধর্মজাতি,
সব দেশেসল কালেঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।


মানুষ – কাজী নজরুল ইসলাম


৭.

  ভুখারী ফিরিয়া চলে,
  চলিতে চলিতে বলে-
   “
আশিটা বছর কেটে গেলআমি ডাকিনি তোমায় কভু,
  আমার ক্ষুদার অন্ন তাবলে বন্ধ করোনি প্রভু
  তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবী,
  মোল্লা-পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবী!


মানুষ – কাজী নজরুল ইসলাম


৮.

 জগতে হায় সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি,
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।



৯.

নমোনমো নমসুন্দরী মম জননী বঙ্গভূমি!
গঙ্গার তীরস্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি।
অবারিত মাঠগগনললাট চুমে তব পদধুলি -
ছায়াসুনিবিড় শান্তির নীড় ছোটো ছোটো গ্রামগুলি।
পল্লবঘন আম্রকাননরাখালের খেলাগেহ -
স্তব্ধ অতল দিঘি কালোজল নিশীথশীতলস্নেহ।
বুক-ভরা-মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে
মা বলিতে প্রাণ করে আনচানচোখে আসে জল ভরে।


১০.

হেনকালে হায় যমদূতপ্রায় কোথা হতে এল মালী।
ঝুঁটিবাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি।
কহিলাম তবে, 'আমি তো নীরবে দিয়েছি আমার সব -
দুটি ফল তার করি অধিকারএত তারি কলরব।'
চিনিল না মোরেনিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠিগাছ;
বাবু ছিপ হাতে পারিষদ-সাথে ধরিতেছিলেন মাছ -
শুনে বিবরণ ক্রোধে তিনি কন, 'মারিয়া করিব খুন।'
বাবু যত বলে পারিষদ-দলে বলে তার শতগুণ।
আমি কহিলাম, 'শুধু দুটি আম ভিখ মাগি মহাশয়!'
বাবু কহে হেসে, 'বেটা সাধুবেশে পাকা চোর অতিশয়!'
আমি শুনে হাসিআঁখিজলে ভাসিএই ছিল মোরে ঘটে -
তুমি মহারাজ সাধু হলে আজআমি আজ চোর বটে।।




১১.

হারিয়ে গেছ অন্ধকারে-পাইনি খুঁজে আর,
আজ্‌কে তোমার আমার মাঝে সপ্ত পারাবার!
    
আজ্‌কে তোমার জন্মদিন-
    
স্মরণ-বেলায় নিদ্রাহীন
হাত্‌ড়ে ফিরি হারিয়ে-যাওয়ার অকূল অন্ধকার!
এই -সে হেথাই হারিয়ে গেছে কুড়িয়ে-পাওয়া হার!


চৈতী হাওয়া কাজী নজরুল ইসলাম


১২.

পুণ্য-পথের এ যে যাত্রীরা নিষ্পাপ,
ধর্মেরি বর্মে সু-রক্ষিত দিল্ সাফ!
নহে এরা শঙ্কিত বজ্র নিপাতেও
কাণ্ডারী আহ্‌মদ তরী ভরা পাথেয়।


খেয়া-পারের তরণী - কাজী নজরুল ইসলাম


১৩. 

 ঠাঁই নাইঠাঁই নাইছোটো সে তরী
 
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
  
শ্রাবণগগন ঘিরে
  
ঘন মেঘ ঘুরে ফিরে,
  
শূন্য নদীর তীরে
 
রহিনু পড়ি---
 
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী


সোনার তরী – -রবীন্দ্রনাথ ঠাকুর


১৪.

তোমারে পাছে সহজে বুঝি তাই কি এত লীলার ছল-
বাহিরে যবে হাসির ছটা ভিতরে থাকে আঁখির জল|
বুঝি গো আমিবুঝি গো তব ছলনা-
যে কথা তুমি বলিতে চাও সে কথা তুমি বল না|


ছল -রবীন্দ্রনাথ ঠাকুর


১৫.

তুই কি আমার শুন্য বুকে
দীর্ঘশ্বাসের বকুল হবি?
নরম হাতের ছোঁয়া হবি?
একটুখানি কষ্ট দিবি,
নীচের ঠোট কামড়ে ধরা রোদন হবি?
একটুখানি কষ্ট দিবি
প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ বিকেল বেলায়
কথা দিয়েও না রাখা এক কথা হবি?
একটুখানি কষ্ট দিবি ।


তুই কি আমার দুঃখ হবি-  আনিসুল হক





0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন