আগস্ট ২১, ২০১৫

বাংলা বানান-২

বাংলা বানান-২


নিচের একাধিক বানানের ক্ষেত্রে প্রথম বানানটি
প্রথম পছন্দ হিসেবে সবাই ব্যবহার করব ।



আইবড় , আইবুড়ো
আনাড়ি , আনাড়ী
আউয়াল , আওয়াল 
আনুষঙ্গিক , আনুষঙ্গ
আউলিয়া , আওলিয়া 
আন্তর্জাতিক, আন্তর্জাতীয়  
আওড়ানো , আউড়ানো
আপদ , আপৎ
আওরত , আউরত
আপস , আপোস
আঁকুবাঁকু , আঁকুপাকু 
আপিল , আপীল
আজলা , আজল
আফসোস , আপসোস
আঁটকুড়া , আঁটকুড়ে
আবছায়া , আবছা
আঁশ , আঁইশা
আবরু , আব্রু
আকিকা , আকীকা
আবলি , আবলী 
আকিদা , আকীদা
আবির , আবীর
আকুলি-ব্যাকুলি, আকুলিবিকুলি 
আবোল তাবোল,আবল তাবল 
আক্কেল সেলামি, আক্কেল সালামি
আভাঙ্গা , আভাঙা
আখড়া , আখাড়া
আমানত , আমানৎ
আখন্দ , আকন্দ
আমিন , আমীন
আগড়মবাগড়ম,আগডুমবাগডুম,
আগডোম বাগডোম  
আরক্ত , আরক্তিম
আগন্তক , আগন্তুক
আরজ , আরয
আগুয়ান , আগুসর
আরজি , আর্জি  
আঙুল , আঙ্গুল
আরফাত , আরাফাত
আজগুবি , আজগবি
আরদালি , আর্দালি
আজরাইল , আযরাইল
আরশি , আরশী , আরসি
আজাদ , আযাদ
আরশোলা , আরসোলা 
আজান , আযান
আলেম , আলিম
আজাব , আযাব 
আল্লাহ , আল্লা
আজ্ঞাধীন, আজ্ঞাবহ
আশীর্বাদ , আশীর্বচন
আঞ্জাম, আনজাম
আশুরা , আশূরা
আড়চোখ , আড়নয়ন
আশেক , আশিক
আড়ত , আড়ৎ
আসান , আছান
আড়ং , আড়ঙ্গ
আসামি , আসামী
আদিখ্যেতা , আধিখ্যেতা
আস্তিন , আস্তীন 
আধুলি,আধলি, আদলি
আহম্মক , আহাম্মক
আনা , আনি



0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন