সমাস নির্ণয়ের সহজ উপায় -৫
ক) নঞ তৎপুরুষঃ
চেনার উপায় – পদের প্রথমে অ ,অন, অনা, বে, নির থাকবে।
ব্যাসবাক্য লেখার নিয়ম - ন / নাই /
নেই + পদ
উদাহরণ
অনশন
= ন / নাই অশন
অনর্থ
= ন / নেই অর্থ
অনূর্বর =
ন ঊর্বর
অনেক
= ন এক
অক্ষত
= ন / নেই ক্ষত
অনৈক্য = ন ঐক্য
অনাশ্রিত = ন আশ্রিত
অনতিবৃহৎ = না অতি বৃহৎ
বেহিসাব = ন / নাই হিসাব
নির্দয় = নাই / নেই দয়া
খ) উপপদ তৎপুরুষঃ
চেনার উপায় – বিশেষ্য +
কৃদন্ত পদ ।
( কৃদন্ত – কৃৎ প্রত্যয় সাধিত শব্দ )
ব্যাসবাক্য লেখার নিয়ম - বিশেষ্য + ----------- রে যে / এ যে
উদাহরণ
ইন্দ্রজিৎ = ইন্দ্রকে জয় করে যে
জিতেন্দ্রিয় = ইন্দ্রিয়কে জয় করে যে
ক্ষীণজীবী = ক্ষীণভাবে বাঁচে যে
ক্ষীণ জীবন যার
তিমির বিদারী = তিমির বিদূরণ করে যে
পকেটমার = পকেট মারে
যে
যাদুকর = যাদু করে যে
মৃত্যুঞ্জয় = মৃত্যু জয় করে যে
সত্যবাদী = সত্য বলে যে
পঙ্কজ
= পঙ্কে জন্মে যা
গৃহস্থ = গৃহে থাকে যে
গ) অলুক তৎপুরুষঃ
চেনার উপায় – যার ব্যাসবাক্য হয় না।
ব্যাসবাক্য লেখার নিয়ম - যা আছে তাই লিখে
দিতে হবে।
উদাহরণ
গানের আসর = গানের আসর
মামার বাড়ি =
মামার বাড়ি
সোনার প্রতিমা =
সোনার প্রতিমা
গরুর গাড়ি =
গরুর গাড়ি
গলায় গামছা = গলায় গামছা
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন