৩.কর্মধারয় সমাসঃ
চেনার উপায় – ক) বিশেষ্য ও
বিশেষণ দ্বারা গঠিত।
ব্যাসবাক্য লেখার নিয়ম - পূর্বপদ + যে + পরপদ
যিনি + পূর্বপদ + তিনি-ই + পরপদ
যে + পূর্বপদ + সে-ই + পরপদ
যা + পূর্বপদ + তা-ই + পরপদ
উদাহরণ
জজসাহেব = যিনি
জজ তিনি-ই সাহেব
চলচ্চিত্র = চলে যে চিত্র
কাঁচা মিঠা = যা কাঁচা তা-ই মিঠা
চালাক চতুর = যে চালাক সে-ই চতুর
আলুসিদ্ধ = সিদ্ধ যে আল
কাপুরুষ = কু যে পুরুষ
প্রাণচঞ্চল = চঞ্চল যে প্রাণ
হলুদবাটা = বাটা যে হলুদ
রাজর্ষি = যিনি রাজা তিনি-ই ঋষি
মহাকীর্তি = মহান যে কীর্তি
মহানবী = মহান যে নবী
বেগুনভাজা = ভাজা যে বেগুন
অথবা , বেগুনকে ভাজা
- ২য়া তৎপুরুষ সমাস
নবযৌবন = নব যে যৌবন
নবান্ন = নব যে অন্ন
খাসমহল = খাসমহল
ক্রীতদাস = ক্রীতদাস
কর্মধারয় সমাস ৪ প্রকার
ক) উপমান কর্মধারয়ঃ
চেনার উপায় – ক) ‘বিশেষ্য +
বিশেষণ’ দ্বারা গঠিত হবে। ( ১ম পদ ‘বিশেষ্য’ ও ২য় পদ ‘বিশেষণ’ )
খ) তুলনা বোঝাবে।
ব্যাসবাক্য লেখার নিয়ম - (বিশেষ্য+ র/এর) + ন্যায় + বিশেষণ
উদাহরণ
কাজলকালো = কাজলের ন্যায়
কালো
বকধার্মিক = বকের
ন্যায়
ধার্মিক
বজ্রকঠিন = বজ্রের
ন্যায়
কঠিন
কুসুমকোমল = কুসুমের
ন্যায়
কোমল
কচুকাটা = কচুর ন্যায় কাটা
- উপমান কর্মধারয়
তুষারসাদা = তুষারের ন্যায় সাদা
ভ্রমরকালো = ভ্রমরের
ন্যায়
কালো
খ) উপমিত কর্মধারয়ঃ
চেনার উপায় – ক) ‘বিশেষ্য +
বিশেষ্য’ দ্বারা গঠিত হবে।
খ) তুলনা বোঝাবে।
ব্যাসবাক্য লেখার নিয়ম - বিশেষ্য + ( বিশেষ্য + র/এর) + ন্যায়
( ১ম বিশেষ্য-যাকে
তুলনা করা হবে, ২য় বিশেষ্য-যার সাথে তুলনা করা হবে)
উদাহরণ
মুখচন্দ্র = মুখ চন্দ্রের
ন্যায়
চন্দ্রমুখ =
মুখ
চন্দ্রের
ন্যায়
চাঁদমুখ = মুখ চাঁদের
ন্যায়
সিংহপুরুষ = সিংহ পুরুষ
ন্যায়
পুরুষসিংহ = সিংহ পুরুষ
ন্যায়
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন