সমাস নির্ণয়ের সহজ উপায় -৪
৪.তৎপুরুষ সমাসঃ
চেনার উপায় – ক) পূর্বপদে
বিভক্তি আসবে ।
খ) বিভক্তি অনুসারে তৎপুরুষ সমাসের নাম হবে।
ব্যাসবাক্য লেখার নিয়ম - (পূর্বপদ+ বিভক্তি) +
পরপদ
বিভক্তিসমূহ - ২য়া – কে , রে
৩য়া – দ্বারা, দিয়া,
কর্তৃক
৪ র্থী – কে, রে, তরে , জন্য , নিমিত্ত , ব্যাপিয়া
৫ মী – হতে , থেকে , চেয়ে
৬ ষ্ঠী – র , এর
৭মী – এ , য় , তে
উদাহরণ
শরনিক্ষেপ= শরকে নিক্ষেপ - ২য়া
তৎপুরুষ সমাস
অতিথিসৎকার= অতিথিকে সৎকার
- ২য়া তৎপুরুষ সমাস
তপোবন=
তপের নিমিত্ত বন
- ৪র্থী তৎপুরুষ সমাস
মুখভ্রষ্ট= মুখ হতে ভ্রষ্ট - ৫মী
তৎপুরুষ সমাস
উপলখন্ড= উপলের খন্ড - ৬ষ্ঠী তৎপুরুষ সমাস
জলসেচন= জলকে সেচন - ৩য়া তৎপুরুষ সমাস
অঙ্গুলিসংকেত= অঙ্গুলি দ্বারা সংকেত
- ৩য়া তৎপুরুষ সমাস
মেঘলুপ্ত=মেঘ দ্বারা লুপ্ত - ৩য়া
তৎপুরুষ সমাস
মার্তন্ডপ্রায়= মার্তন্ডের প্রায়
- ৬ষ্ঠী
তৎপুরুষ
প্রায়
মার্তণ্ড - অব্যয়ীভাব
সমাস
সলিলসমাধি= সলিলে সমাধি - ৭মী
তৎপুরুষ সমাস
পুষ্প সৌরভ= পুষ্পের সৌরভ
- ৬ষ্ঠী তৎপুরুষ সমাস
জীবনসঞ্চার= জীবনের সঞ্চার
- ৬ষ্ঠী তৎপুরুষ সমাস
রান্নাঘর= রান্নার ঘর
- ৬ষ্ঠী তৎপুরুষ সমাস
সন্ধ্যাপ্রদীপ= সন্ধ্যার প্রদীপ
- ৬ষ্ঠী তৎপুরুষ সমাস
গৃহকর্ত্রী= গৃেহর কর্ত্রী - ৬ষ্ঠী তৎপুরুষ সমাস
বাকবিতণ্ডা = বাক দ্বারা বিতণ্ডা
- ৬ষ্ঠী তৎপুরুষ সমাস
যৌবনবেগ = যৌবনের বেগ - ৬ষ্ঠী তৎপুরুষ সমাস
মরুকবি = মরুর কবি - ৬ষ্ঠী
তৎপুরুষ সমাস
কূপমন্ডুক = কূপের মন্ডুক - ৬ষ্ঠী
তৎপুরুষ সমাস
গরলপিয়ালা = গরলের পিয়ালা - ৬ষ্ঠী
তৎপুরুষ সমাস
সিন্ধুনীর = সিন্ধুর নীর
- ৬ষ্ঠী তৎপুরুষ সমাস
আম কুড়ানো = আমকে কুড়ানো -২য়া তৎপুরুষ সমাস
জীবনআবেগ = জীবনের আবেগ - ৬ষ্ঠী তৎপুরুষ সমাস
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন