মে ৩০, ২০১৬

বানান ও উচ্চারণ- ৫ # য – ফলা

য ফলা

শব্দের প্রথম ব্যঞ্জনের সাথে ‘¨’ এবং পরে  অ বা আ থাকলে , সেই ব্যঞ্জনের বিবৃত অ অর্থাৎ ‘অ্যা’ উচ্চারণ হবে। যেমন- ব্যর্থ, ব্যাথা।  কিন্তু শব্দের মাঝে বা শেষে যে ব্যঞ্জনের সাথে ‘য ফলা’ থাকবে , সেই ব্যঞ্জনের দ্বিত্ব ( দুবার )  উচ্চারণ হবে। যেমন- কন্যা ( কোন্ না) ।
আবার শব্দের প্রথম ব্যঞ্জনের সাথে ‘য ফলা’ এবং পরে ই বা ঈ  থাকলে , সেই ব্যঞ্জনের সংবৃত  ‘এ’  উচ্চারণ হবে। যেমন- ব্যথিত ( বেথিতো) , ব্যতিত ( বেতিতো)।
কোনো যুক্তবর্ণের পরে ‘য ফলা’  থাকলে , সেই ‘য ফলা’  এর কোনো উচ্চারণ হবে না । যেমন -  সন্ধ্যা ( সন্ ধা) মনে হয় এখানে ‘য ফলা’  ছিলই না ।  


বানান
উচ্চারণ
উদাহরণ
       ্য+ অ/আ
শব্দের প্রথমে অ্যা  হ
ব্যর্থ, ব্যাথা,ন্যায়,শ্যামল
মাঝে/শেষে থাকলে দ্বিত্ব হয়
কন্যা,পণ্য,কল্যাণ,শূন্যতা
্য+ই/ঈ
উচ্চারণ এ হয়
ব্যথিত,ব্যতীত,ব্যক্তি
যুক্তবর্ণ+ য ফলা
উচ্চারণ হবে না
স্বাস্থ্য,সন্ন্যাসী,মর্ত্য

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন