মে ৩০, ২০১৬

বানান ও উচ্চারণ -২ # ব- ফলা

-ফলাঃ
সাধারণত শব্দের প্রথমে থাকলে ব- ফলার উচ্চারণ হয় না ,  তবে সামান্য শ্বাসাঘাত পড়েশব্দের মাঝে/শেষে থাকলে ব- ফলার উচ্চারণ হয়। কোনো যুক্তবর্ণের সাথে যুক্তভাবে ব-ফলা থাকলে সে ক্ষেত্রেও  ব- ফলার উচ্চারণ হয় না

অবস্থান
উচ্চারণ
উদাহরণ
শব্দের প্রথমে থাকলে
উচ্চারণ হয় না ,         সামান্য শ্বাসাঘাত পড়ে
শ্বাস,স্বাধীন,স্বামী



অবস্থান

   বানান                                                             

     উচ্চারণ

     উদাহরণ
শব্দের মাঝে/শেষে থাকলে
উৎ+-ফলা
-এর উচ্চারণ হবে
উদ্বেগ,উদ্বেল,উদ্বাহু
উদ্বোধন,উদ্বমন
শব্দের মাঝে/শেষে থাকলে
+ -ফলা
-এর উচ্চারণ হবে
দিগ্বিজয়,দিগ্বিদিক
দিগ্বলয়,ঋগ্বেদ
শব্দের মাঝে/শেষে থাকলে
+ -ফলা
-এর উচ্চারণ হবে
সাব্বাশ.তিব্বত,
নব্বই,জব্বর
শব্দের মাঝে/শেষে থাকলে
+ -ফলা
-এর উচ্চারণ হবে
নিতম্ব,গম্বুজ
কদম্ব,দাড়িম্ব
শব্দের মাঝে/শেষে থাকলে
যুক্তবর্ণ + -ফলা
-এর উচ্চারণ
হবে না
উচ্ছ্বাস,উজ্জ্বল,দ্বন্দ্ব আমসত্ত্ব,সান্ত্বনা

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন