ম-ফলা
শব্দের প্রথমে ম থাকলে ম এর উচ্চারণ হয় না।তবে ম-যুক্ত ব্যঞ্জণের উচ্চারণ সানুনাসিক হয়। যেমন- স্মরণ (শঁরোন)
। শব্দের শেষে থাকলে– যে ব্যঞ্জনের সাথে থাকবে সেটার দ্বিত্ব (দুবার) উচ্চারণ হবে। যেমন- পদ্ম (পদ্ দো)
। ক্ষ-এর সাথের ম উচ্চারিত হয় না । যেমন- লক্ষ্মী (লোক্ খি)। গ ঙ ট লম ন ণ– এ কয়টি ব্যঞ্জনের সাথে যুক্ত ম-এর উচ্চারণ হয়। যেমন-
বাগ্মী (বাগ্ মি) । আর কিছু কিছু সংস্কৃত শব্দের ম (প্রথমে/মাঝে/শেষে যেখানেই
থাকুক) ম-এর উচ্চারণ হবে।
বানান
|
উচ্চারণ
|
উদাহরণ
|
শব্দের প্রথমে থাকলে
|
ম এর উচ্চারণ হবে না
|
স্মরণ,শ্মশান,স্মার্ত,স্মৃতি
|
শব্দের শেষে থাকলে
|
দ্বিত্ব উচ্চারণ হবে
|
পদ্ম,গ্রীষ্ম,রশ্মি,আত্মা
|
ক্ষ + ম ফলা
|
ম এর উচ্চারণ হবে না
|
সূক্ষ্ম,লক্ষ্মী, যক্ষ্মা, লক্ষ্মণ
|
গ ঙ ট ল ম ন ণ + ম ফলা
|
ম এর উচ্চারণ হবে
|
বাগ্মী,বাঙ্ময়,কুট্মল,বাল্মীকি,সম্মান,জন্ম,ষাণ্মাসিক
|
সংস্কৃত শব্দে ম ফলা
|
ম এর উচ্চারণ হবে
|
কুষ্মাণ্ড,স্মিত,সুস্মিতা,কাশ্মির,গুল্ম
|
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন