জুলাই ১৮, ২০১৬

ভ্যাটের তেলেসমাতি

ভ্যাটের তেলেসমাতি
±±±±±±±±±±±±±±±±±±±±±±±±
ভ্যাটএর প্যাট দিনকেদিন স্ফীত আকার ধারণ করিতেছে।শুনিতেছি কলেজে রাজর্ষি "অডিট" আসিতেছেন। পুরাকালে স্কুলে যেমন স্কুল ইনস্পেকটর আসিতেন তেমনটি আর কি! এ খবরে কলেজের সকল বিভাগ আড়মোড়া জাগিয়া উঠিয়াছে। ভ্যাটের দাবদাহে সংশ্লিষ্ট কর্তা ব্যাক্তিদের কারো কপালের বলিরেখা স্পষ্টতর হইয়া উঠিয়াছে, কারো নাসিকা কুঞ্চিত হইতেছে,কেউ বা ঘর্মাক্ত হইয়া উঠিতেছেন। ভ্যাট,ক্যাশবুক,ভাউচার,এ্যাকাউন্ট স্ট্যাটমেন্ট শব্দগুলা নাগিনীর বিষাক্ত নিঃশ্বাসের মত আকাশ বাতাস বিদীর্ণ করিতেছে। যেখানে যাই উহাদের কটুগন্ধ নাকে বাজিতেছে।
পোলাপানের পরীক্ষার প্রশ্ন প্রিন্ট করিবেন ভ্যাট লাগিবে,কলমকাগজপিন কিনিবেন ভ্যাট লাগিবে,পরীক্ষা নেবার ফুরসতে ফুর্তিতে এক কাপ চা খাইবেন কিংবা একটি বিস্কিট দাঁতে ফেলিয়া কড়মড় করিয়া ভাঙ্গিবেন তো ভ্যাট গুণিতে হইবে। পোলাপাইনেরে ফুল দিয়া সাজাইয়া বরণ করিলে ভ্যাট দিতে হইবে। ক্রমে ক্রমে ভ্যাটের বিস্তৃতি আরো বাড়িবে বৈকি। তখন আরো সব মজাদার বিষয় ও বস্তুতে আপনাআপনি ভ্যাট তাহার প্রাগ্রসর থাবা উঁচা করিয়া ধরিবে। এই ধরেন, আপনি বেশিক্ষণ প্রক্ষালন কক্ষে অবস্থান করিলে সময় গণিয়া ভ্যাট দিবেন, বেশি মাত্রায় আনন্দ করিলে ভ্যাট লাগিবে,সরকারের কোনো কাজে উহ্ করিলে আপনাকে ভ্যাট দিতে হইবে, বৃষ্টিতে ভিজিলে বা শীতের সকালে রোদ পোহাইলে ,বিয়াতে অঙ্গসজ্জা - গৃহসজ্জা করিলে , ফেইসবুকে সরকার বিরোধী মন্তব্য করিলে , নিজের স্ত্রীর পানে বেশিক্ষণ বা বারবার তাকাইলে আপনাকে ভ্যাট দিতে হইবে।
তারপরও যদি কহেন, ইহা শিক্ষাবান্ধব,গরিবের বাজেট,ডিজিটাল বাজেট, যুগোপযোগী বাজেট, IT সহায়ক বাজেট, তাহা হইলে আপনি বিশেষ হারে ভ্যাট রেয়াত পাইবেন। আর যদি ভুলেও কহেন, গরিব মারার বাজেট, গণবিরোধী বাজেট , তবে আপনাকে বেশি হারে ভ্যাট প্রদান করিতে হইবে।
সুতরাং , সাধু সাবধান, আপনারা সবাই মাল্টিকালার আর মাল্টিপারপাস ভ্যাট প্রদানের জন্য এখনি প্রস্তুত হউন। দেশের সমৃদ্ধির জন্য ভ্যাট প্রদান বাধ্যতামূলক।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন