জুলাই ২২, ২০১৬

এক দেবদূতের গল্প

স্বর্গের একটি অন্ধকার প্রকোষ্ঠে শিশু অপেক্ষা করছে। অপেক্ষা করছে বাইরে আলোকিত পৃথিবীতে সে বেরিয়ে আসবে। দ্বিধান্বিত শিশু ঈশ্বরকে জিজ্ঞেস করল,"আমি জানতে পারলাম,আপনি আমাকে আগামীকাল পৃথিবীতে পাঠাচ্ছেন। কিন্তু আমি এত ছোট ও অসহায় যে আমি সেখানে কিভাবে বেঁচে থাকব!" ঈশ্বর বললেন, "আমার অনেক দেবদূতের মধ্য থেকে একজনকে আমি তোমার জন্য নির্বাচন করেছি। তিনি তোমার দেখভাল করবেন।"
শিশুটি ঈশ্বরকে শুধালেন, "এখানে তো আমি গান গাওয়া আর হাসা ছাড়া কিছুই করি না। সুখে থাকার জন্য তো এগুলো আমার দরকার।"

ঈশ্বর বললেন,তোমার দেবদূত তোমাকে প্রতিদিন গান শোনাবেন,ভালোবাসবেন এবং তুমি সুখি হবে।"
শিশুটি আবার বলল, "ওখানের লোকদের ভাষা তো আমি জানি না । আমি তাদের কথা কিভাবে বুঝব?"
ঈশ্বর বললেন,  "সেটা সহজ। তোমার দেবদূত মিষ্টি আর সুললিত কণ্ঠে তোমাকে ভাষা শেখাবেন।" 
এবার শিশুটি কিছুটা আশ্বস্ত হয়ে ঈশ্বরের মুখের দিকে চেয়ে বলল, "আমি যখন তোমার সাথে কথা বলতে চাবো ,তখন কী করব? তোমাকে কোথায় পাবো?"
ঈশ্বর মৃদু হেসে বললেন, "তোমার দেবদূত তোমাকে প্রার্থনা করা শেখাবেন।"
শিশু বলল, "শুনেছি পৃথিবীতে অনেক খারাপ লোক আছে। কে আমাকে রক্ষা করবে?"
ঈশ্বর বললেন, "তোমার দেবদূত তোমাকে রক্ষা করবেন।"
এবার শিশুটিকে বিষণ্ন দেখাল। বলল, "আমি তো আর তোমাকে দেখতেই পাবো না। আমি তোমাকে কিভাবে পাবো?"
ঈশ্বর বললেন, "তোমার দেবদূত সবসময় তোমাকে আমার সম্পর্কে বলবেন এবং আমার কাছে ফিরে আসার উপায় বলে দেবেন।"

স্বর্গে তখন পিনপতন নিরবতা বিরাজ করছিল।  এর পরপরই কিছু মানুষের কথা শোনা গেল। হতভম্ব শিশু ঈশ্বরকে মৃদুস্বরে শুধাল, "হে ঈশ্বর, এখন যদি আমাকে যেতেই হবে,তবে আমাকে দেবদূতের নাম বলে দিন।"
ঈশ্বর বললেন, "তোমার দেবদূতের নাম জানার প্রয়োজন নেই, তুমি শুধু তাকে ' মা ' বলে ডাকবে।"

***********
পাদটীকা
***********
আমরা যেন দেবদূতের যথার্থ মূল্য অনুধাবন করতে পারি।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন