কেউ কেউ "স্বপরিবার" এ ভ্রমণ করে ঝামেলা বাঁধান। অনেকে তার "দ্বায়িত্ব" ঠিক মতো পালন করেন না। আবার কেউ কেউ আছেন নিজেকে "স্বার্থক" মনে করতে পারেন না।
এখানে মোটা দাগের তিনটি শব্দই অশুদ্ধ।
'স' - খাঁটি বাংলা উপসর্গ। এর সাথে কখনো ব ফলা যুক্ত হয়ে 'স্ব' হয় না। এর নিজের অর্থ নেই। তবে অন্য কোনো শব্দের সাথে যুক্ত হলে 'সহ বা সাথে' জাতীয় অর্থ গ্রহণ করে। তাই 'সপরিবারে' (পরিবারের সাথে) ভ্রমণ করলে সবদিক থেকেই নিরাপদ থাকা যায়। এরকম আরো কিছু শব্দ যেমন-সজল(আঁখি),সপত্নী,সবান্ধব,সহোদর ইত্যাদি।
আবার 'স্ব' একটি শব্দ বটে (উপসর্গ নয়)। এর অর্থ 'নিজ বা নিজস্ব'। যেমন- স্বভূমি,স্বনাম,স্ব স্ব এলাকা ইত্যাদি।
'দায়' অর্থ দেনা, ঋণ,বাধ্যবাধকতা ইত্যাদি। দায় থেকে এসেছে দায়ি/দায়ী,দায়িত্ব। এসব শব্দে তাই কখনো 'দ্ব' হবার প্রশ্নই আসবে না।
'সার্থক' শব্দের অর্থ সফল,অর্থপূর্ণ,জয়যুক্ত,জয়ী ইত্যাদি। এটি কখনোই স্বার্থক হবেনা। কেননা 'স্বার্থ' (স্ব+অর্থ) অর্থাৎ নিজ সম্পর্কীয়। এর সাথে কখনো ক যুক্ত হলে তা হবে অর্থহীন এবং বাহুল্যদোষে দুষ্ট।
স্বার্থ (interest) এবং সার্থক(successful, fruitful) সম্পূর্ণ ভিন্ন অর্থবোধক দুটি শব্দ।
তাহলে ঠিক বানান হবে- সপরিবার,দায়িত্ব,সার্থক।
Casino - Bracket betting guide for your chance to win
উত্তরমুছুনThe Casino is a unique casino https://tricktactoe.com/ that has been around septcasino.com for over https://deccasino.com/review/merit-casino/ a decade. It has managed to worrione offer great games such as Blackjack, Roulette bsjeon and Video Poker,