লোকনিরুক্তি (Folk Etymology / Popular Etymology)
'নিরুক্তি' একটি সংস্কৃত শব্দ যার অর্থ 'ব্যাখ্যা' বা 'ব্যাখ্যা করা'।
অচেনা শব্দকে চেনা শব্দের ছকে ফেলে অর্থ করাই হচ্ছে 'লোকনিরুক্তি'।
অনেক সময় বিদেশি শব্দকে কিংবা উচ্চারণ কঠিন দেশি শব্দকে সহজ ও পরিচিত রূপ দেয়া হয় । এতে ঐ শব্দের তৎপর্য বোঝা যায় বটে, তবে মূল শব্দ থেকে তা অনেক পৃথক হয়ে যায়| এই প্রক্রিয়ার নাম 'লোকনিরুক্তি'।
অন্যভাবে বলা যায়,লোকমুখে প্রচলিত হতে হতে ধ্বনি সাম্যের কারণে অনেক শব্দ বিকৃত হয়ে সম্পূর্ণ নতুন অবয়ব ধারণ করে। শব্দের ব্যুৎপত্তি না জানার কারণে এই বিকৃতি হয় এবং এভাবেই তার বিস্তৃতি ঘটে। এই প্রক্রিয়ার নাম 'লোকনিরুক্তি'।
যেমন
ইংরেজি 'Arm chair' শব্দ থেকে হয়েছে আরাম (arm) চেয়ার।
তেমনই 'Hospital' শব্দ হয়েছে 'হাসপাতাল'।
পর্তুগিজ শব্দ 'আনানস' থেকে হয়েছে 'আনারস'।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন